ছবি,“কিন্তু কতদিন”কবিতা লেখিকা নীলিমা সুলতানা সুমি
কিন্তু কতদিন ?
নীলিমা সুলতানা সুমি
নারীরা কাঁদে,
যুগ যুগ ধরে কাঁদে,
বৃষ্টির মত কাঁদে
ঝর্নার মত অভিরাম কাঁদে নারী।
বৈশাখে কাঁদে, হেমন্তে কাঁদে,
কাঁদে নবান্নে।
বুক ফেটে যায়,
অশ্রু ঝড়েনা কারো সম্মুখে
তার দুটি নয়নে।
যে আঁচলে অশ্রু মুছে,
সে আচঁলেই স্বামীর ঘাম মুছে নারী।
অথচ পরুষ বুঝেনা লবনাক্ত জলে
ভেজা থাকে নারীর আচঁল খানী।
কারন শুরু থেকে নারীরা কাঁদে,
কাদাঁয় ওরা,
নারীরা মুছে ভালবাসার আচঁলে
যাদের ঘর্মাক্ত মুখখানী।
ব্যবধান বুঝেনা ওরা
কারন, অশ্রু ভেজা আচঁলেই
মুখ মুছিয়ে রড় ওরা।
কেঁদেছিল নারী, কাঁদছে নারী,
হয়তো কাদবেও
কিন্তু কতদিন ?